লেবানন থেকে কাগজপত্র বিহীন বাংলাদেশিদের নিজ দেশে ফেরা পুনরায় শুরু

প্রকাশিত : ২ আগস্ট ২০২০

লেবানন থেকে বাবু সাহা:

দীর্ঘদিন বিরতির পর আজ রবিবার(২ আগষ্ট)থেকে লেবাননস্থ বাংলাদেশ দূতাবাস কাগজপত্র বিহীন প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করেছে।প্রথম পর্যায়ে দেশটির ডিটেনশন সেন্টারে আটকে থাকা ৬৪ জন বাংলাদেশি আজ দুপুরে কাতার বিমান যোগে নিজ দেশের উদ্দ্যেশ্যে রওনা দেয়। সোমবার মধ্যরাতে তাদের বহন যোগ্য বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে দূতাবাস জানায়। আগামী কয়েক দিনের মধ্যে গুরুত্বর অসুস্থ ২৫ জন সহ আরো প্রায় ৫ শতাধিক বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

দূতাবাসের শ্রম সচিব জানান, বিমান চলাচল স্বাভাবিক না হওয়ার কারনে প্রবাসীদের দেশে পাঠাতে বিলম্ব হচ্ছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি স্বেচ্ছায় নিবন্ধনকৃত প্রবাসীদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে। গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কর্মসূচীর আওতায় কাগজপত্র বিহীন প্রায় ৭৭৪৫ জন বাংলাদেশি নিজ দেশে ফেরত যাবার জন্য স্বেচ্ছায় দূতাবাসে নাম নিবন্ধন করে। তাদের মধ্যে ১৪৭০ জনকে দেশে পাঠানোর পরই বৈশ্বিকময় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকার ঘোষিত লকডাউনের কারনে দেশটির একমাত্র বিমানবন্দরটি সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করে সরকার।তারপর থেকেই ডিটেনশন সেন্টারে আটক ৮৩ জন সহ দূতাবাসে স্বেচ্ছায় নিবন্ধনকৃত আরো প্রায় ৬২৭৫ জন দেশে ফিরতে অপেক্ষমান ছিল।

জুলাইয়ের প্রথম সপ্তাহে পুনরায় বিমানবন্দরটি চালু হওয়ার পর থেকেই বাংলাদেশ দূতাবাস নিবন্ধনকৃত প্রবাসীদের পুনরায় নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। দেশটিতে অর্থনৈতিক মন্দা, ডলার সংকট সহ খাদ্যদ্রব্যের কয়েকগুন মূল্য বৃদ্ধির কারনে দীর্ঘ সময় ধরে বাংলাদেশিরা মানবেতর জীবনযাপন করছে।

 

আপনার মতামত লিখুন :