বন্যার্তদের মাঝে বঙ্গবন্ধু পরিষদের ত্রাণ বিতরণ কর্মসূচি

প্রকাশিত : ৪ আগস্ট ২০২০

আজ ৪ আগস্ট ২০২০ দুপুর ২ ঘটিকায় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুঃস্থ, গরীব-দুঃখী ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয়। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম পিপির ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার, মোঃ আজিজুল হক, প্রেস এন্ড মিডিয়া উইং এ দায়িত্বরত আনন্দ কুমার সেন, মানিকগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব প্রভাষক মোঃ আলীসহ বঙ্গবন্ধু পরিষদের মানিকগঞ্জ জেলার নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহন করেন।

বক্তারা জাতীয় শোক দিবসের কর্মসূচি সীমিত রেখে বানভাসী ও অসহায় মানুষের পাশে এসে দাড়িয়ে সাহায্যের হাত প্রসারিত করতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবী প্রতিষ্ঠান ও সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বিভিন্ন বানভাসী মানুষের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। তাৎক্ষনিকভাবে মানিকগঞ্জের কিছু পরিবারের মধ্যেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

আপনার মতামত লিখুন :