উত্তাল পদ্মার ঢেউ ভাঙনে বিলীন শিমুলিয়ার ভিআইপি ফেরিঘাট

প্রকাশিত : ৬ আগস্ট ২০২০

উত্তাল পদ্মার ঢেউ আর প্রচণ্ড ঘূর্ণাবর্তে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটের ৪ নম্বর ভিআইপি ফেরিঘাট পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে ২ নম্বর ফেরিঘাট। এতে প্রায় বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে ফেরি পারাপার। এর পূর্বে ঈদের ৩ দিন আগে পদ্মার ভাঙনে ৩ নম্বর রো রো ফেরি ঘাটটি পদ্মার ভাঙনে বিলীন হয়ে যায়। এছাড়া ঈদের আগের দিন রাতে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে পদ্মার ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শিমুলিয়া ঘাটে ভাঙন দেখা দিলে ৪ নম্বর ভিআইপি ফেরিঘাটটি নদীতে বিলীন হয়ে যায়। নদীর ভাঙন এখন ২ নম্বর ফেরিঘাটের কাছে রয়েছে। এ ঘাটটি দিয়েও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাস্তবে এখন ১ নম্বর ফেরিঘাট চালু থাকলেও এটিও প্রায় অচল। ৫-৬ ঘণ্টা পরে এ ঘাট থেকে ১টি-২টি ফেরি ছেড়ে যাচ্ছে। তবে যেকোনো সময় ১ নম্বর ঘাটটিডও বন্ধ হয়ে যেতে পারে। এঘাটে এখন পরাপারের অপেক্ষায় দেড়শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন রয়েছে।

ঈদের ৩ দিন আগে এঘাটে ভাঙন দেখা দিলে ৩ নম্বর রো রো ফেরি ঘাটটি বন্ধ হয়ে যায়। ঈদের পূর্বের দিন ঘাটসংলগ্ন পদ্মা সেতুর ৩ কুমারভোগ কস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙনের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভাঙনের তীব্রতা বাড়লে লৌহজংয়ের কুমারভোগ, হলদিয়া. কনকসার, লৌহজং-টেউটিয়া, বেজগাঁও, গাওদিয়া ও কলমা ইউনিয়নের অস্তিত্বই থাকবে না বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে উত্তাল পদ্মায় লঞ্চ ও সি-বোটসহ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :