সামাজিক দুরত্ব বজায় রেখে বণ্যাদূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধির।। পটুয়াখালীর কলাপাড়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় হতদরিদ্র ও বণ্যাদূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া, নাওয়াপাড়া, চৌধুরী পাড়া, মুন্সীপাড়া, নয়াকাটা গ্রামের ১৫০ জন বানভাসি নারী-পুরুষের হাতে উপহার সামগ্রী বিতরণ তুলে দেন পটুয়াখালীর জেলা ও দায়রা জজ রোকসানা পারভীন।

প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ লিটার তেল, ২ কেজি আটা, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি লবন, এক প্যাকেট বিস্কুট, ১টি দিয়াশলাই, ২০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ২টি সাবান এবং ১২ প্যাকেট খাবার স্যালাইন দেয়া হয়েছে। শনিবার বিকেল তিনটায় উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদ কর্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পটুয়াখালী বিচার বিভাগের সহযোগিতায় বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন এসব বিতরণ করেন।

এ সময় পটুয়াখালীর প্রধান মুখ্য হাকিম মো.জামাল হোসেন, পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম এনামুল করিম, কলাপাড়া দেওয়ানী আদালতের জেষ্ঠ্য সহকারী জজ মো.কামাল খান, কলাপাড়া ফৌজদারী আদালতের জেষ্ঠ্য বিচারিক হাকিম শোভন শাহরিয়ার, বাউফল দেওয়ানী আদালতের সহকারী জজ রেনেসাঁ খান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেনসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :