মীর্জা ফখরুল অসংলগ্ন কথা বলছেন: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

প্রকাশিত : ২০ নভেম্বর ২০২০

তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি অসংলগ্ন কথা বলছেন। একবার তিনি বলছেন, বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদের হয়রানী ও নির্যাতন করছে, আবার তিনি বলছেন বর্তমানে দেশে সরকারের কোন অস্তিত্ব নেই। তার এসব কথা অসংলগ্ন ও মিথ্যাচার।

মীর্জা ফখরুলের এই সকল কথা-বার্তার বিষয়ে গবেষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা বিএনপির উচিত। বর্তমান সরকার দেশের উন্নয়ন অগ্রগতিকে সকল ক্ষেত্রে সফলতা অর্জনে সক্ষম হয়েছে। যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হচ্ছে। কিন্তু বিএনপির মহাসচিব কিংবা এই দলের কতিপয় নেতা সরকারের এই সকল উন্নয়ন দেখেনি। ফলে তারা সরকারের সমালোচনায় ব্যস্ত রয়েছে। বরং দেশের গণতান্ত্রিক আন্দোলনসহ জনস্বার্থে বিএনপি কোন ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি। তাই এ দলটির জনপ্রিয়তা বর্তমানে ক্রমাগতভাবে কমছে।

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার কর্নেল (অবঃ) শওকত আলীর মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও জনতার প্রত্যাশার উদ্যোগে ২০ নভেম্বর সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, সাবেক ডেপুটি স্পীকার কর্ণেল (অবঃ) শওকত আলী বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আজীবন মানবতার কল্যাণে কাজ করেছেন।

জনতার প্রত্যাশার সভাপতি এম এ করিম এর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মিনহাজ উদ্দিন মিন্টু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র সভাপতি মোঃ হুমায়ুন কবির ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফএম শরিফুল ইসলাম শরিফ।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মুহা. রোকন উদ্দিন পাঠান, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিঝি, আমরা মুক্তিযোদ্ধা সন্তান’র প্রেসিডিয়াম সদস্য নুরুজ্জামান ভূট্টু, এডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :