মুজিববর্ষ আনন্দধাম সাত কবিকে সম্মাননা প্রদান

প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২০

আনন্দধাম আয়োজিত মুজিব শতবর্ষ আনন্দধাম সাহিত্য সম্মাননা ২০২০ পেলেন সাত কবি। নারায়ণগঞ্জ চাষাড়াস্থ ১৭ ডিসেম্বর সায়াম প্লাজা ইডেন থাই চাইনিজ রেষ্টুরেন্টে রাত আটটায় মনোরম ¯িœগ্ধ পরিবেশে সাত কবিকে প্রধান অতিথি আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান অধ্যক্ষ হাসিনা রহমান সিমু ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাসচিব হাজী আব্দুল মান্নান মিয়া মেম্বার, অতিরিক্ত চেয়ারম্যান শাহ আলম, অতিরিক্ত মহাসচিব রিপন ভাওয়াল, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি প্রমুখ।

মুজিব শতবর্ষ আনন্দধাম সাহিত্য সম্মাননা প্রাপ্তরা হলেন জাফর আহামেদ, এ এস এম এনামুল হক প্রিন্স, মোঃ শহিদুল্লাহ শিশির, ডাঃ মোনতাসির আহমেদ, জাহাঙ্গীর ডালিম, মৃত্যুঞ্জয় দত্ত, মোঃ মামুন হোসেন। আনন্দধাম সাহিত্য পরিষদের পক্ষ থেকে “শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা- ২০২০” সামাজিক কর্মকান্ডের বিশেষ অবদান রাখায় হাসিনা রহমান সিমুকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ সাহিত্য ফোরাম কর্তৃক মেধাবী শিক্ষার্থী হৃদিকা ইসলাম হৃদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি এস এস সি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পাওয়ায় ক্রেষ্ট প্রদান করেন।

প্রধান অতিথি অধ্যক্ষ হাসিনা রহমান সিমু বলেন নারায়ণগঞ্জ সাত কবিকে মুজিব শতবর্ষ সম্মাননা দিতে পেরে আমরাও গর্বিত মনে করছি, আপনাদের মত বিশিষ্ট লেখকদের কারনে বাংলাদেশে নারায়ণগঞ্জ কবি, কবিতা ও সাহিত্য ধন্য হচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্যামল দত্ত।

সভাপতিত্ব করেন আনন্দধামের মহাসচিব আজিজুল ইসলাম বাবু। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আনন্দধামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানভীর হায়দার খানের জন্মদিনের কেক কেটে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিল কবি, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, সমাজসেবক, মানবাধিকার কর্মী, শ্রমিক, ব্যবসায়ী সহ নানান পেশার লোকজন।

 

আপনার মতামত লিখুন :