কলাপাড়ায় অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় জব্দকৃত ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার বিকালে পৌর শহরের হ্যালীপ্যাড মাঠে বিজ্ঞ বিচারক শোভন শাহরিয়ার উপস্থিত ওইসব জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিতে ২২ দিনের অবরোধ চলাকালীন গত ১ নভেম্বর রাবনাবাদ নদীর মোহনা থেকে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে পায়রা নৌ পুলিশ।

এ ঘটনায় ওই রাতে রাসেল সরদারসহ দুই জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন এবং জালগুলো আদালতে হস্তান্তর করা হয়। আদালতের আদেশ অনুযায়ী জব্দকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়েছে বলে পায়রা নৌ পুলিশ ফাড়ির পরিদর্শক নেওয়াজ উদ্দিন আহম্মেদ জানান।

 

আপনার মতামত লিখুন :