শূরা কমিটির বৈঠকে মারা গেলেন হাটহাজারী মাদ্রাসার মাওলানা আব্দুস ছালাম

প্রকাশিত : ৮ সেপ্টেম্বর ২০২১

চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাঈনুল ইসলাম বড় মাদ্রাসায় মহাপরিচালকের শূরা বৈঠকে মারা গেছেন মাদ্রাসার পরিচালক প্যানেলের সদস্য মাওলানা আব্দুস ছালাম চাটগাঁমী (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক চলাকালে মাওলানা আব্দুস ছালাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে সাত পুত্র-চার কন্যা, আত্মীয়স্বজন, শিক্ষার্থীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা আব্দুস ছালাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালের পর তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার মহাপরিচালক, মুহতামিম নির্ধারণ নিয়ে শূরা সদস্যদের বৈঠক শুরু হয়। ওই বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। এ সময় মহাপরিচালক হিসেবে আব্দুস ছালাম চাটগাঁমীর নাম ঘোষণার পরপরই তিনি হুইল চেয়ারে বসা অবস্থায় ইন্তেকাল করেন বলে জানান মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম-২ আল্লামা শেখ আহমদ।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.  এএসএম ইমতিয়াজ  হোসাইন মাদ্রাসার পরিচালক প্যানেলের সদস্য মাওলানা আব্দুস ছালাম চাটগাঁমীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

 

আপনার মতামত লিখুন :