কলাপাড়ায় নদীর তীর থেকে মাটি কাটার দায়ে ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন ব্যবসায়ীকে ৩ লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় একটি এক্সকেভেটর ও একটি পন্টুন জব্দ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর সংলগ্ন নদীতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎ বন্ধু মন্ডল।

ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী উবাসে মং জানান, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে সোহেল গাজী (২১) কে ১ লাখ টাকা, আলাউদ্দিন হাওলাদার (২৫) কে ১ লাখ টাকা এবং সুমন মৃধা (২৩) কে ১ লাখ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

আপনার মতামত লিখুন :