এ দেশ সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপদ আবাসভূমি: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাসের পাশাপাশি উন্নয়নের সুফল সমানভাবে উপভোগ করছে। বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিজ কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি না, এদেশে শারদীয় দূর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের একার উৎসব। এটা জাতি-ধর্ম নির্বিশেষে সবার উৎসব। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করেছেন। তার (শেখ হাসিনা) ওপর সবারই অগাধ আস্থা রয়েছে বিধায় করোনাকালীন সময়েও দেশে ৩২ হাজার ১শ’ ৮০টি পূজামণ্ডপে উৎসবের আমেজে শারদীয় দূর্গোৎসব উদযাপিত হচ্ছে।

এ সময় একে অপরের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দূর্গোৎসব উদযাপনেরও অনুরোধ জানান তথ্য প্রতিমন্ত্রী।

আপনার মতামত লিখুন :