মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী কর্মী গ্রেফতার

প্রকাশিত : ২১ অক্টোবর ২০২১

মালয়েশিয়ায় ১৭২ জন বাংলাদেশি শ্রমিকসহ ২১৩ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। এবার গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। বুধবার (২০ অক্টোবর) সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি নির্মাণ স্থলে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন), মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) সহযোগিতায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) সমন্বিতভাবে অভিযানটি পরিচালনা করে।

এ সময় ২৫৪ জন বিদেশি নির্মাণ কর্মীকে আটকের পর তাদের কাগজপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় নারীসহ ২১৩ জন অভিবাসী শ্রমিককে গ্রেফতার দেখানো হয়।

এদের মধ্যে ১৭২ জন বাংলাদেশি নাগরিক। আর এর পরেই রয়েছে- ইন্দোনেশিয়ার ২০, পাকিস্তানের ১০, ভিয়েতনামের ছয়, ভারতের তিন এবং মিয়ানমারের দুইজন নাগরিক। উল্লেখ্য, এবার সংঘটিত অপরাধগুলোর মধ্যে ধারা ৬(১) (গ) অনুসারে; অভিবাসন আইন ১৯৫৯/১৯৬৩ এর ধারা ১৫ (১) (সি) এবং অভিবাসন বিধিমালার ধারা ৩৯ (বি), ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন সদর দফতর, পুত্রজায়ায় পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :