আমতলীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক দু’ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত : ২১ অক্টোবর ২০২১

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে র্যাব-৮ সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরগুনার যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার আমড়াগাছিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি ফামের্সিতে নমুনা ঔষধ বিক্রয় করার অপরাধে মেসার্স সিকদার ট্রেডার্সের মালিক মোঃ আনোয়ার হোসেনকে ৩ হাজার টাকা এবং ডাক্তারবাড়ী এলাকায় রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে পরিমাণে তৈল কম দেওয়ার অপরাধে মালিক ইঞ্জিনিয়ার তানাল রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসা প্রতিষ্ঠান দুটিতে সর্বমোট ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী পরিচালক (অঃ দঃ) মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৪৬ ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয়।

আপনার মতামত লিখুন :