পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কুয়াকাটায় তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত : ২২ নভেম্বর ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পানি ব্যবস্থাপনা ও জলবায়ুু পরিবর্তন বিষয়ক পর্যটন কেন্দ্র কুয়াকাটায় তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরবান এবং এএলআরডি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। রবিবার সকাল ১০ টায় এর উদ্বোধন করেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।

এসময় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিড্স (আরবান) এর প্রশাসনিক সমন্বয়কারী মো.নাজিম উদ্দিন খান, কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি) এর প্রশিক্ষণ কর্মকর্তা মির্জা মো.আজিম হায়দার, আরবান’র অডিট অফিসার মাহাফুজুর রহমান প্রমুখ।

বক্তারা পানির সুসম ব্যবহার ও জলবায়ু পরিবর্তন বিষয়ে কথা বলেন। এ প্রশিক্ষণ কর্মশালায় পটুয়াখালী ও বরগুনা জেলার ১৬ টি বেসরকারি সংস্থার ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। আগামী মঙ্গলবার প্রশিক্ষণ কর্মশালাটি শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

আপনার মতামত লিখুন :