জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার করোনা আক্রান্ত

প্রকাশিত : ৬ ডিসেম্বর ২০২১

প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করে জিম্বাবুয়ে থেকে ফেরা বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা হোটেল সোনারগাঁওয়ে পাঁচ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। সেটির শেষ মুহূর্তে এসে দুঃসংবাদ টাইগ্রেস ডেরায়। দুই ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। পজিটিভ হওয়া খেলোয়াড়দের রাখা হয়েছে আইসোলেশনে। দলের বাকি সদস্যরা কোয়ারেন্টাইনে আছেন।

বিসিবি সূত্রে জানা গেছে এমন তথ্য। কোন দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন সেটি অবশ্য জানা যায়নি। তাদের আরেকবার কোভিড টেস্ট হবে। রাতে জানা যাবে ফল। সোমবারই কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের সদস্যদের। বড় সাফল্য নিয়ে ফেরায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাদের সঙ্গে সাক্ষাত করার জন্য গিয়েছিলেন টিম হোটেলে।

তার আগেই পান দুঃসংবাদ। পরে কয়েকজন বোর্ড পরিচালককে নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে ফিরে আসেন বিসিবি সভাপতি। আফ্রিকা অঞ্চলে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় মাঝপথেই বাছাইপর্ব বাতিল করে আইসিসি। র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকায় সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যায় সালমা-রুমানাদের।

 

আপনার মতামত লিখুন :