মৌলভীবাজরে দু‘পক্ষের সংঘর্ষ আহত ২৫

প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২১

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমুখ ইউপির সরকার বাজারে দু‘পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ২৫জন গুরুতর আহতের খবর পাওয়া গিয়েছে। জানা যায়, গত ২৮ ডিসেম্বর বিকালে ফতেপুর গ্রামের মৃত. সিদ্দেক আলীর পুত্র প্রবাসী মাসুক মিয়া (৪৫) সরকার বাজারের সবজি বিক্রেতা সাধুহাটি গ্রামের কয়ছর মিয়া পুত্র সামছুল মিয়ার (২৫) সাথে খারাপ আচরণ করেন।

এতে সাধুহাটি গ্রামের মৃত. ছনর মিয়ার পুত্র সোহাগ মিয়া (৩৫) বাঁধা দেন। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের লোকজন বাজার এলাকায় জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টা ব্যাপি এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের প্রায় ২৫জন আহত হয়েছেন। এসময় গুরুতর আহতদের মধ্যে বাদে ফতেপুর গ্রামের মাসুক মিয়াকে (৪৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এবং সাধুহাটি গ্রামের সোহাগ মিয়াকে (৩৫) মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে শেরপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি অস্বাভাবিক দেখে তাৎক্ষণিক মডেল থানা পুলিশকে অবগত করলে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক (জিয়া) এর নের্তৃত্বে মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ইয়াসিনুল হকসহ পুলিশ লাইনের রিজার্ভ ফোর্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

আপনার মতামত লিখুন :