রাঙ্গাবালীতে ইউনিয়নের ভোট ৭ ফেব্রুয়ারি

প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২১

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সর্বশেষ ধাপে (৭ম ধাপ) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাকি ২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, আসন্ন নতুন বছরের(২০২২ সাল) ৭ ফেব্রুয়ারি। ইউনিয়ন দুটি হলো – বড়বাইশদিয়া ইউনিয়ন ও মৌডুবী ইউনিয়ন।

তফসিলে বলা হয়েছে, এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ জানুয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ১৮ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২১ জানুয়ারির মধ্যে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ হবে ৭ ফেব্রুয়ারি।

তফসিল ঘোষণার ঘণ্টাখানেক পর মামলাজনিত জটিলতার কারণে দীর্ঘদিন পর নির্বাচনী তারিখ ঘোষণা হওয়ায় বড়বাইশদিয়া ইউনিয়নবাসী নতুন প্রত্যাশার দিন গুনতে শুরু করেছেন। অন্যদিকে মৌডুবী ইউনিয়নবাসী স্থানীয় সরকার ব্যবস্থায় পূর্ণতার সাড়া পাওয়ায় ইউনিয়নজুড়ে উৎসবমুখর আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

বড়বাইশদিয়া ইউনিয়নের নবীন ভোটার মো. রিয়াদ মৃধা জানান, ‘আইনি জটিলতার কারণে ২০-২১ বছর ধরে নির্বাচন হচ্ছে না আমাদের ইউনিয়নে। এই সুযোগে চেয়ারম্যান-মেম্বারদের ভাগ্য পরিবর্তন ঘটলেও আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর সুযোগ এসেছে। আশা করি, আগামী বছরের ৭ ফেব্রুয়ারির মাধ্যমে আমাদের ভাগ্যের নতুন পরিবর্তন ঘটাতে (ইনশাআল্লাহ্), নতুন কিছুর অপেক্ষায় আমরা বড়বাইশদিয়া ইউনিয়নবাসী।

 

আপনার মতামত লিখুন :