গলাচিপায় জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ

প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২২

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় কভিড-১৯ ও ওমিক্রন মোকাবেলায় গণপ্রচার এবং মাস্ক বিহিন পথযাত্রিদের মাস্ক বিতরণ করা হয়। গলাচিপা সিনিয়র পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ পুলিশ সদস্যদের নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় গলাচিপা পৌরসভার বিভিন্ন স্থানে জনসাধারণকে ওমিক্রন ও কভিড-১৯ প্রতিরোধে হ্যান্ড মাইকিং করে গণপ্রচার এবং মাস্ক বিহিন মানুষকে মাস্ক বিতরণ ও জনসচেতনতার জন্য মাইকিং করেন।

গলাচিপা পুলিশ সার্কেল নবাগত সিনিয়র পুলিশ সুপার মো. সহিদুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় লিপলেট প্লে-কার্ড সহ বক্তব্য রাখেন। অফিসার ইনচার্জ গলাচিপা থানা এম আর শওকত আনোয়ার সচেতনতা কার্যক্রমে বিভিন্ন গনমাধ্যম কমীরা সার্বিক ভাবে শহরে পুলিশ বাহিনীর এই সকল কাজে সহযোগীতা করেন। পুলিশের এই জনসচেতনতা শহরের মানুষ ও অভিজ্ঞ মহল ধন্যবাদ জানায়।

 

আপনার মতামত লিখুন :