আমতলীতে কনকনে শীত আর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২২

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে গত দু’দিন ধরে কনকনে শীত আর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত থেকে গুরিগুরি বৃষ্টি এবং শুক্রবার সকাল ১১ টা থেকে মাঝারি বৃষ্টিতে উপকূলীয় জীবন যাত্রা অচল হয়ে পড়েছে। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত।

শুক্রবার বৃষ্টির সাথে উত্তরের মৃদু বাতাসে শীতের প্রকোপ আরো বাড়িয়ে দিয়েছে। এতে বয়স্ক নারী পুরুষ এবং দিনমজুর সকাল থেকে ঘড় হতে বের হতে পারছে না। ষাটোর্ধ রিক্সা চালক আর্শেদ আলী বলেন, বাবাগো ঠান্ডায় মইর্যা গ্যালাম এ্যাইয়ার মধ্যে ক্যামনে রিক্সা চালামু। রাস্তায় হেরম ক্ষ্যাপ ও নাই। কামাই নাই পোলা মাইয়া লইয়া খামু কি হেই চিন্তায় আছি। চিলা গ্রামের দিন মজুর কেতাব আলী বলেন, শীতে কাম হরতে যাইতে পারি নাই। দেওইর মধ্যে ক্যামনে কাম হরমু।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ বলেন, আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে পাওয়া সকল শীতবস্ত্র অসহায় গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :