ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ১০ তলা ভবনের ১০৯ নম্বর কেবিনে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ১৭ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বুধবার বিকাল ৫টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। তবে এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দুই নম্বর নতুন ভবনের ১০ তলার ১০৯ নম্বর কেবিনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে আগুন ভয়াবহ নয় বলে জানান তিনি।

 

আপনার মতামত লিখুন :