গলাচিপায় চর্চা ম্যাপ ও পিকনিক রিসোর্টের জন্য চর পরিদর্শনে ইউএনও

প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২২

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় জয়বাংলা মুক্তিযোদ্ধার চর বন্দোবস্তের চর্চা ম্যাপ ও গোলখালীর বনবিভাগের চরে পিকনিক রিসোর্ট করার জন্য পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। শনিবার শেষ বিকেলে উপজেলার নলুয়াবাগী ও পক্ষিয়া মৌজার রামনাবাদ-আগুনমুখা নদীর মোহনায় সদ্য জেগে ওঠা চরের চর্চা ম্যাপ এবং গোলখালী ও পক্ষিয়া মৌজার রামনাবাদ নদীর মাঝখানে অবস্থিত বনবিভাগের চরে পিকনিক রিসোর্টের জন্য এসব চর পরিদর্শন করেন তিনি।

এসময় উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বনবিভাগের রেইঞ্জ অফিসার মো. মনিরুজ্জামান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার মো. নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মু. নুরুল ইসলাম ধলাসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চর পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানান, অতিশীঘ্রই এসব চরের প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।

 

আপনার মতামত লিখুন :