কলাপাড়ায় সিপিপি’র নতুন নারী স্বেচ্ছা সেবকদের সরঞ্জাম বিতরন

প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় প্রস্ততি কর্মসূচি সিপিপি’র নতুন নারী স্বেচ্ছা সেবকদের মাঝে বিভিন্ন সরঞ্জাম বিতরন করা হয়েছে। প্রত্যেকে একটি করে সিপিপি বেস্ট, রেইনকোর্ট, গামবুট, হার্ডহেডসহ ব্যক্তিগত সামগ্রী বিতরন করা হয়। সোমবার সকালে উপজেলা সিপিপি কর্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওইসব নারীদের হাতে এ সরঞ্জাম তুলে দেয় সহকারি পরিচালক সিপিপি কলাপাড়া মো.আসাদ উজ্জামান খান।

এ সময় ঘূর্নিঝড় প্রস্ততি কর্মসূচি সিপিপি টিম লিডার এস এম মোশারফ হোসেন মিন্টু, মো. মহসিন পারভেজ, এস এম সাইফল ইসলাম সোহেল,উপজেলা সিপিপি কর্যালয়ের অফিস সহকারী ওয়ালেজ অপরেটার মো.শহিদুল ইসলামসহ বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া সিপিপি সহকারি পরিচালক মো.আসাদ উজ্জামান খান বলেন, এ উপজেলায় নতুন করে ৭৯০ জন নারী স্বেচ্ছা সেবকদেরকে এ সরঞ্জাম তুলে দেয়া হয়েছে। এছাড়া সিপিপি’র ৫০ বছরপূর্তী উপলক্ষে টিম লিডারদের মাধ্যমে উপজেলার সকল স্বেচ্ছা সেবককর্মীদের মঝে ক্যাপ বিতরন করা হয়।

আপনার মতামত লিখুন :