শহীদ আলাউদ্দিন স্মরনে কলাপাড়ায় শোক র‌্যালী স্মরন সভা

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন স্মরনে স্মরন সভা ও শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে আলাউদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে স্মরন সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন,শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.আবুল হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মজিদ খান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হাবিবুল্লাহ রানা, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন সানু, সহকারী অধ্যাপক চঞ্চল সাহা, প্রধান শিক্ষক শাহ্সুজা,তায়েব মাঈনুদ্দিন তোহা।

বক্তারা, লেবুখালী সেতুকে শহীদ আলাউদ্দিনের নামে নামকরন সহ কলাপাড়া পৌরশহরের একটি সড়ক শহীদ আলাউদ্দিনের নামে নামকরনের দাবী জানান। এর আগে পৌর শহরে একটি শোকর‌্যালী বের হয়। র‌্যালীটি পৌরশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। আলোচনা সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার।

উল্লেখ্য,শহীদ আলাউদ্দিন ১৯৬৯ সালের ২৮ জানুয়ারী বরিশাল সদর রোড এলাকায় পাকিস্তানী ইপিআরের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় সে বরিশাল ্এ কে স্কুলের দশম শ্রেনীর ছাত্র ছিল । তাঁর বাড়ী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে।

 

আপনার মতামত লিখুন :