ঘুমের মধ্যে ভেঙে পড়ল নির্মাণাধীন শপিং মলের ছাদ, ৬ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি ২০২২

ভারতে নির্মাণাধীন বাড়ির একাংশ ধসে পড়ে অন্তত ঘুমন্ত ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে পুণের ইয়ারবদা শাস্ত্রীনগর এলাকায়। পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। মৃতদের প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে জানিয়েছে প্রশাসন। খবর আনন্দবাজার পত্রিকার।

পুণের ট্রাফিক পুলিশ কমিশনার রাহুল শ্রীরাম জানান, লোহা দিয়ে নির্মাণাধীন বাড়ির ঢালাইয়ের কাজের প্রস্তুতি হচ্ছিল। রাতে গাড়ি পার্কিংয়ের জায়গায় ছাদের একাংশ ভেঙে পড়ে। সেই সময় ওখানে ১০ জন শ্রমিক ঘুমোচ্ছিলেন। বিকট শব্দ শুনে স্থানীয়রা বেরিয়ে আসেন। তারাই খবর দেন পুলিশ ও দমকলে। তার পর শুরু হয় উদ্ধারকাজ। পুণে পুলিশ জানিয়েছে, ওই এলাকায় একটি শপিং মল তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার রাতে তারই একতলায় দুর্ঘটনা হয়।

পুণের ডিসিপি রহিদাস পওয়ার জানান, প্রথমে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়। সঙ্গে আরও পাঁচজনের আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে আরও একজন শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে।

 

আপনার মতামত লিখুন :