বসন্ত বরণ হবে সীমিত আয়োজনে

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২২

ষড়ঋতুর নাগরদোলায় সোমবার (১৪ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ঋতুরাজ বসন্ত। দীর্ঘদিন ১৩ ফেব্রুয়ারি পালিত হয়ে আসলেও সংশোধিত বাংলা পঞ্জিকা অনুযায়ী গতবছর থেকে ১৪ ফেব্রুয়ারি ফাল্গুনের প্রথম দিন ধরা হয়ে থাকে। প্রতি বছর বসন্তকে বরণ করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। তবে এবার করোনার সংক্রমণের কারণে সীমিত পরিসরে আয়োজন করা হবে বসন্তবরণ উৎসব।

রোববার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট এ তথ্য জানিয়ে বলেন, এবার সীমিত আকারে সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে বসন্ত উৎসব হবে। আগে একসঙ্গে ঢাকার উত্তরা, বাহাদুর শাহ পার্ক, রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান করা হত। এবার কোনোটাই হবে না। আমাদের কমিটির কিছু সদস্য থাকবেন। সেখানে কিছু কথাবার্তা হবে। এবারের আয়োজন অত্যন্ত ক্ষুদ্র।

উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, বসন্ত বরণ অনুষ্ঠানে আবৃতি করবেন ভাস্বর বন্দোপাধ্যায়, আহকাম উল্লাহ ও নায়লা তারাননুম চৌধুরী কাকলি। একক সংগীত পরিবেশন করবেন শামা রহমান, মহাদেব ঘোষ, অনিমা মুক্তি গমেজ, বিমান চন্দ্র বিশ্বাস, বিজন চন্দ্র মিস্ত্রি, মাহমুদুল হাসান, ফেরদৌসি কাকলি, নুসরাত বিনতে নুর, নবনীতা জাইদ চৌধুরী, সঞ্জয় কবিরাজ, এস.এম মেজবা।

দলীয় সংগীত পরিবেশন করবেন সুরসপ্তক, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুরবিহার (শিশু-কিশোর)। দলীয় নৃত্য পরিবেশন করবেন স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, সাধনা সংস্কৃতি মন্ডল, নৃত্যম, ধ্রুপদ কলা কেন্দ্র, ভাবনা, ধৃতি নর্তনালয়, স্পন্দন, নৃত্যাক্ষ, কত্থক, ঢাক নৃত্য, নৃক্কন পারফরমিং আর্ট, নবচেতনা, মুদ্রা ক্ল্যাসিক্যাল ডান্স, পুষ্পাঞ্জলি কলাকেন্দ্র ও দুটি দ্বৈত নৃত্য।

তাছাড়া বসন্ত কথন পর্বে অংশ নেবেন সংগঠনের সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমেদ, সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। উপস্থিত থাকবেন কমিটির নির্বাহী সদস্যরা। এ পর্বে আবির বিনিময়, পরস্পর প্রীতি বন্ধনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আবৃতি শিল্পী রনি ও শিরীন।

আপনার মতামত লিখুন :