ভালো কাজের স্বীকৃতিস্বরূপ যশোরের ৪ পুলিশ কর্মকর্তা পুরষ্কৃত

প্রকাশিত : ৭ মার্চ ২০২২

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধমূলক কাজ প্রতিহতে সফলতা অর্জনে শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন যশোর জেলা রেঞ্জের ‘ক’-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন (পিপিএম)সহ ৪ পুলিশ সদস্য। পুরস্কারপ্রাপ্ত অন্যান্যদের মধ্যে যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ, বেনাপোল পোর্ট থানার এএসআই মুরাদ হোসেন রোববার খুলনা রেঞ্জের বিগত তিন মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালনের জন্য খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন সফলতা অর্জন কারী পুলিশ সদস্যদের হাতে এপুরস্কার তুলে দেন। খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন সভায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সকল পুলিশ সদস্যের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন এবং অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন। এসময় রেঞ্জের অন্যান্য কর্মকর্তাসহ ১০ জেলার পুলিশ সুপাররা উপস্হিত ছিলেন।

আপনার মতামত লিখুন :