অমর একুশে গ্রন্থমেলা শেষ হচ্ছে আজ

প্রকাশিত : ১৭ মার্চ ২০২২

অমর একুশে গ্রন্থমেলার সমাপনী দিন আজ বৃহস্পতিবার। মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯ টা পর্যন্ত। এদিকে মেলার শেষ দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলা একাডেমি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকাল সাড়ে ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে বাংলা একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুর হয় এসব কর্মসূচি।

বিকেল ৩টায় অমর একুশের মূলমঞ্চে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক হারুন-অর-রশিদ। আলোচনা করবেন নজরুল ইসলাম, স্বদেশ রায় ও মিজানুর রহমান।

বিকেল ৪টায় ভাষাশহীদ মুক্তমঞ্চে শিশু-কিশোরদের অংশগ্রহণে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে গতকাল বুধবার অমর একুশে বইমেলায় গুণিজন স্মৃতি পুরস্কার ২০২২ ঘোষণা করা হয়েছে। আজ অমর একুশে বইমেলা ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কারসমূহ প্রদান করা হবে।

 

আপনার মতামত লিখুন :