মহান স্বাধীনতা ও জতীয় দিবসে কুয়াকাটায় পর্যটকের ভীড়

প্রকাশিত : ২৬ মার্চ ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। মহান স্বাধীনতা ও জতীয় দিবসে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমেছে পর্যটকের। তারা উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। বরিশাল-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী পয়েন্টে ‘পায়রা সেতু’ চালু হওয়ায় গত দু’দিন ধরে এসব পর্যটকের আগম ঘটেছে। শামুক-ঝিনুকের দোকানসহ বিপনী বিতানগুলোতে রয়েছে উপচেপড়া ভিড়। বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল।

তবে সংশ্লিষ্ট পর্যটন ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। সৈকত লাগোয়া ব্যাবসায়িরা জানান, আগত পর্যটকার সৈকতে প্রিয়জনদের সাথে আনন্দ উন্মদনায় মেতেছেন। ঝাউবাগান, শুটকি পল্লী, লেম্বুর চর, বৌদ্ধ বিহার, রাখাইন পল্লী ও ইলিশ পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্পট ঘুরে বেড়াচ্ছে এসব পর্যটক। তবে আগত পর্যটকরা যেন স্বাস্থ্যবিধি মানতেই চাচ্ছেনা।

এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বার বার সতর্কতামূলক মাইকিং করতেও দেখা গেছে। পর্যাটক মাসুম বিল্লাহ বলেন, দুই দিনের ছুটিতে তারা কুয়াকাটায় এসেছে। সৈকতের পরিবেশটা বেশ ভালো লেগেছে। এক সঙ্গে যে যার মতো আনন্দ করছে। এটা বেশ ভালোই লেগেছে। পর্যটক রুহুল অমিন বলেন,পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটায় এলাম। ভেবে ছিলাম সূর্যাস্ত দৃশ্য দেখব। কিন্তু মেঘের করানে দেখা হলো। তবে এখানকার বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের মুগ্ধ করেছে।

সৈকত লাগোয়া আচার ও ঝিনুক ব্যবসায়ী খাইরুল ইসলাম জানান, সাপ্তাহিক ছুটি কিংবা বিশেষ কনো দিন আসলেই পর্যটকদের ভীড় বাড়ে। তখন পর্যটকে আগমন বিক্রিও বেড়ে যায়। কুয়াকাটা আন্দারমানিক ট্যুরিজম’র ব্যবস্থাপনা পরিচালক কেএম বাচ্চু বলেন, সাপ্তাহিক দুই দিনের ছুটিতে ব্যাপক পর্যটক রয়েছে। আমরাও সাধ্য মত আগত পর্যটকদেও সেবা দিচ্ছি।

আরো দুই একদিন এমন অবস্থা থাকবে বলে এই পর্যটক ব্যবসায়ি জানিয়েছেন। হোটেল গোল্ডেন ইন ব্যবস্থাপনা পরিচালক কে এম জহির বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে পর্যটকের ব্যপক চাপ রয়েছে। তার হোটেলের সবকটি রুমই বুকিং হয়েছে।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, পর্যটকদের নিরাপত্তায় প্রতিদিনই থানা পুলিশের একটি টিম কাজ করছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মো.আবদুল খালেক বলেন, আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। এছাড়া সৈকত এলাকায় বারবার সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে।

 

আপনার মতামত লিখুন :