পর্যটক শূন্য কুয়াকাটা: সৈকতে জুড়ে বিরাজ করছে শুনশান নিরবতা

প্রকাশিত : ১০ এপ্রিল ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: সূর্যদয় সূর্যাস্তের বেলাভ‚মি পর্যটন কেন্দ্র কুয়াকাটা এখন পর্যটক শূন্য। রমজানের শুরু থেকেই দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতে জুড়ে বিরাজ করছে শুনশান নিরবতা। কোথাও নেই পর্যটকের কোলাহল। বন্ধ রয়েছে সকল রেষ্টুরেন্ট ও ট্যুরিস্ট বোটগুলো। খালি পরে আছে আবাসিক হোটেল মোটেলের রুম। চিরচেনা কুয়াকাটা, এখন যেন স্থানীয়দের কাছেই অচেনা লাগছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান শুরু থেকেই পর্যটক শূন্যের কোঠায় নেমে আসে। সৈকতের জিরো পয়েন্টের পুর্ব-পশ্চিমে বালিয়ারী ও সমুদ্রে জলরাশি ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। নেই কোথাও আলোক সজ্জা। মানুষজন না থাকায় সন্ধ্যার পরে সৈকতে নামলেই গা ছম ছম করে। তবে ঈদের আগে পর্যটক বাড়ার আশা করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাই অনেকেই নতুন সাজে সাজাচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠান। তবে এবছর হচ্ছেনা বৈশাখী উৎসব এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

খলিফা ট্যুরিজম’র ব্যবস্থাপনা পরিচালক মো.নূর-হোসাইন খলিফা বলেন, এখন রমজান তাই পর্যটক নেই। এ জন্য তার বোর্ডগুলো তীরে উঠিয়ে রাখা হয়েছে। ঈদের দুই এক দিন আগে এসব বোর্ড সমুদ্রে ভাসবে। কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফার হাসান বলেন, পর্যটন নেই, তাই আমাদের কেউই সৈকতে নামছেনা। ফিস ফ্রাই দোকনী মো. জামাল হোসেন জানান, রমজানে পর্যটকরা আসছেনা। তাই এখানকার সব ফিস ফ্রাই দোনকা বন্ধ করে রাখা হয়েছে।

কুয়াকাটার আবাসিক হোটেল তাজওয়ার প্যালেস’র ব্যবস্থাপনা পরিচালক মো.জহিরুল হক বলেন, প্রতি বছরে ন্যায় এবছরও রমজামে হোটল বন্ধ রাখা হয়েছে। তার হোটেলে ২৭টি রুম রয়েছে। এখন ধুয়ে মুছে পরিস্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে। কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন টোয়াকের সাধারন সম্পাদক কেএম জহির বলেন, প্রথম রমজান থেকেই পর্যটক শূন্য কুয়াকাটা। স্থানীয় লোকজন ছাড়া নেই দূরের কোন পর্যটক। বন্ধ রয়েছে খাবার রেষ্টুরেন্ট। এছাড়া এখানকার সকল আবাসিক হোটেল মোটেলগুলোর রুম এখন খালি পরে রয়েছে।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন কুটুমের সম্পাদক মো.হোসাইন আমির বলেন, প্রতিবছর রমজামে কিছুনা কিছু পর্যটক কুয়াকাটায় থাকে। কিন্তু এবার অনেকটাই ভিন্নতা দেখা গেছে। এমনকি বৈশাখের উৎসব হচ্ছেনা কুয়াকাটায়। তবে ঈদের পর ব্যপাক পর্যটকদের আগমন ঘটেবে এমটাই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শ মো.হাসনাইন পারভেজ বলেন, রমজামের কারনে কুয়াকাটায় এখন পর্যটন নেই। তার পরও প্রতিদিনই ট্যুরিস্ট পুলিশের একটি টিম কাজ করছে।

 

আপনার মতামত লিখুন :