সেন্টমার্টিনে ধরা পড়ল ১৫০ কেজি ওজনের কোরাল মাছ

প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২২

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে রশিদ মাঝির টানা জালে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি কোরাল মাছ। শনিবার (২৩ এপ্রিল) ভোর রাতে সেন্টমার্টিনের ডেইল পাড়ার রশিদ মাঝির টানা জালে এই বিশাল মাছটি ধরা পড়ে। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় স্থানীয় মাছ ব‍্যবসায়ী মোহাম্মদ ইসমাইল কিনে নিয়েছে বলে জানা যায়।

জেলে রশিদ আহমদ অধিকারকে জানায়, দীর্ঘদিন থেকে সাগরে মাছ না পাওয়ার কারণে আমার আশপাশের কোন মাঝি মাছ ধরতে যাইনি। আমি আল্লাহর উপর ভরসা করে মাছ ধরতে গিয়ে এই মাছ আমার জালে আটকে পড়ে। গত বছরও একই স্থানে বিশাল আকারের মাছ পেয়েছিলাম। তিনি আরও জানান, প্রতিটি কাজে লেগে থাকলে একদিন সফলতা আসে।

উপজেলা সি মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন অধিকারকে জানান, সেন্টমার্টিন দ্বীপে জেলের জালে বড় একটি বোল মাছ ধরা পড়ার খবর জেনেছি। মৎস্য আহরণ আইন ও নির্দেশনা মেনে চলার কারণে সাগরের মৎস্য সম্পদ বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং মাছের আকারও বড় হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন :