আগৈলঝাড়ায় প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

প্রকাশিত : ৩ জুলাই ২০২২

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আমনের ফলন বাড়ানোর জন্য ৩শ’ প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

কৃষি স¤প্রসারণ বিভাগের আয়োজনে রবিবার সকালে উপজেলা কৃষি অফিস কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায়।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রমণী কান্ত সরকার।

অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-২ এর আওতায় ৩শ’ প্রান্তিক কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে উফশী আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের মেম্বরগণ উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :