কুয়াকাটায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ১৮ জুলাই ২০২২

পটুয়াখালীর কুয়াকাটায় লাইসেন্স না থাকা এবং পচা ও বাসি খাবার সরবারহ করার অপরাধে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার রাতে কুয়াকাটায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী।

ভ্রাম্যমাণ আদালত বিচারক কুয়াকাটা আবাসিক হোটেল, সাগর কন্যা রিসোর্ট ও হোটেল আমানের লাইসেন্স না থাকায় ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, পচা ও বাসি খবার সরবরাহ করায় কলাপাড়ার আনিকা রেষ্টুরেন্টের মালিককে ১০ হাজার, হোটেল আল মদিনার মালিককে ২০ হাজার ও কুয়াকাটার সী-গার্ল রেষ্টুরেন্টের মালিককে ৪০ হাজার এবং জোয়ার ভাটা এন্ড রেষ্টুরেন্টের মালিককে ৩০ হাজার জরিমানা করা হয়।

অভিযান নিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী জানান, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :