ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের সাজা, হাসপাতাল সীলগালা

প্রকাশিত : ২৬ জুলাই ২০২২

ঝিনাইদহে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে ২ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ জুলাই) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার সুমী অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। সেই সাথে অনুমোদন না থাকায় হাসপাতালটিও সীলগালা করা হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা পারভীন জানান, উপজেলার সাধুহাটি বাজারে দীর্ঘদিন ধরে রাহেলা জেনারেল হাসপাতালটি অনুমোদন না নিয়ে মানুষের চিকিৎসা দিয়ে আসছিলেন হাসপাতালের মালিক সৌরভ হোসেন। নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে সেবা দিতেন তিনি।

বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী ও সদর উপজেলা স্বাস্থ্য অফিস সেখানে যৌথ অভিযান চালায়।

তিনি জানান, অভিযানে সৌরভ ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। সেই সাথে হাসপাতালটিও সীলগালা করা হয়।

আপনার মতামত লিখুন :