নির্বাচন কমিশনের দশম দিনের সংলাপে যাবে চার দল

প্রকাশিত : ২৮ জুলাই ২০২২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের দশম দিনে চারটি দলের সাথে সংলাপে বসার কথা রয়েছে। বৃহস্পতিবার সকালে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

তবে পূর্ব নির্ধারিত সূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবির সাথে সংলাপের কথা থাকলেও সংলাপ বর্জন করেছে তারা।সংলাপে অংশ নেবে, গণফোরাম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ও তরিকত ফেডারেশন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে ভোটের দেড় বছর আগে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থাকা বিএনপিসহ বেশ কয়েকটি সমমনা দল নির্বাচন কমিশনের এ সংলাপ বর্জন করেছে।

চলমান এ সংলাপে এখন পর্যন্ত ৩১টি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এদের মধ্যে ২৩টি দল সংলাপে অংশ নিয়েছে। সংলাপ বর্জন করেছে বিএনপিসহ ৮টি দল।

আপনার মতামত লিখুন :