লোডশেডিংয়ের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত : ২৯ জুলাই ২০২২

লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করেছে বিএনপি। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার সকাল ১০টায় সমাবেশ শুরু হয়। সমাবেশের কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কের এক অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সকালেই বিএনপি নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রেস ক্লাব চত্বরে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। মহানগর উত্তর বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন।

সমাবেশস্থলে দেখা যায়, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক রাস্তার মাঝে বসে এবং আশপাশের জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এতে প্রেস ক্লাবের সামনের সড়কের এক পাশ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে সদরঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল থেকে ছেড়ে আসা গণপরিবহণগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।

আপনার মতামত লিখুন :