পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ভোলার ছাত্রদল সভাপতির মৃত্যু

প্রকাশিত : ৩ আগস্ট ২০২২

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম মারা গেছেন।বুধবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ের সামনে জানাজা শেষে তার মরদেহ নিয়ে নেতাকর্মীরা ভোলার উদ্দেশ্যে রওনা হবেন।
কুয়াকাটা অনলাই নিউজের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এর আগে গত ৩১ জুলাই রোববার সকালে তেল, গ্যাসসহ নিত্যপন্যের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের শেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করতে গেলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে আব্দুর রহিম নামে বিএনপির এক কর্মী নিহত হন।

এছাড়া গুরুতর আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমকে প্রথমে বরিশাল এবং পরে ঢাকার গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তিন দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর রোববার বিকেলে তার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :