গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত : ৫ আগস্ট ২০২২

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হঠাৎ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একটি বহুতল ভবনে চালানো এ হামলায় পাঁচ বছরের শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। শুক্রবার এ বিমান হামরা চালায় ইসরায়েল। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

পশ্চিম তীরে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি নেতাকে গ্রেপ্তারের জেরে কয়েকদিন ধরে চলা উত্তেজনার মধ্যেই এ হামলা চালালো ইসরায়েল। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস জানিয়েছে, গাজা শহরের কেন্দ্রে প্যালেস্টাইন টাওয়ারের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় মারা গেছেন তাইসির আল-জাবারি নামে তাদের এক কমান্ডার।

হামরায় আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। অবরুদ্ধ এলাকাটির আকাশে ইসরায়েলি ড্রোন ওড়ারও শব্দ পাওয়া গেছে।এদিকে, বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, একটি ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর হুমকির জবাবে গাজা উপত্যকার লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড বলেন, কোনো সন্ত্রাসী সংগঠনকে তাদের এজেন্ডা নির্ধারণ করতে দেবে না ইসরায়েল। তিনি আরও বলেন, যারাই ইসরায়েলের ক্ষতি করার জন্য চেষ্টা করবে, তাদের মনে রাখা উচিত যে, তাদের আমরা ধরতে সক্ষম। যেকোন ধরনের হুমকি মোকাবিলায় আমাদের নিরাপত্তা বাহিনী প্রস্তুত।

আপনার মতামত লিখুন :