৭ রাজনৈতিক দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

প্রকাশিত : ৮ আগস্ট ২০২২

৭ দলীয় জোটের ‘গণতন্ত্র মঞ্চ’ নতুন রাজনৈতিক জোট গঠন হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন ও গণআধিকার পরিষদসহ সাতটি রাজনৈতিক দল এই জোটে যুক্ত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব এ জোটের ঘোষণা দেন।

রব জানান, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, ভাষানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন এবং গণঅধিকার পরিষদ নিয়ে নতুন এই জোট গঠন করা হয়েছে।

নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেএসডি সভাপতি বলেন, ‘ষড়যন্ত্র নয়, সরাসরি ঘোষণা করে সরকার বিরোধী আন্দোলন করবে গণতন্ত্র মঞ্চ। সরকার বিরোধী লড়াইয়ের বিকল্প নেই।’ জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সংগ্রামে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের রূপরেখা তুলে ধরেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। পাশাপাশি আগামী ১১ তারিখ গণতন্ত্র মঞ্চের হয়ে রাজপথে প্রথম কর্মসূচি ঘোষণা দেন তিনি।

জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ-অধিকার পরিষদের ড. রেজা কিবরীয়া, নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

আপনার মতামত লিখুন :