কুয়াকাটায় এবার জেলের জালে ধরা পড়লো সেইল ফিশ

প্রকাশিত : ১০ আগস্ট ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়লো ৪টি সেইল ফিশ। এ মাছগুলোকে জেলেরা বলছে পাখি মাছ। আবার কেউ কেউ বলছেন গোলপাতা মাছ। তবে এর ইংরেজী নাম সেইল ফিস (Sail-Fish)। এ মাছের পাখনা থাকায় বেশ দ্রুত গতিসম্পন্ন। তাই জেলেদের কাছে পাখি মাছ হিসেবেই বেশ পরিচিত। মঙ্গলবার বিকেলে মৎস্য বন্দর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে জেলে আবু কালাম এই মাছগুলো নিয়ে আসে। পরে এক আড়ৎদারের কাছে ১৩ হাজার টাকায় বিক্রি করেছেন।

জেলে আবু কালাম বলেন, সমুদ্রে গত তিনদিন আগে ইলিশসহ অন্যান্য মাছের সাথে এ মাছগুলো ধরা পরে। প্রথমে জাল থেকে ট্রলারে তুলতে বেগ পোহাতে হয়েছে। সাগর উত্তাল হয়ে ওঠায় মঙ্গলবার বিকেলে তারা ট্রলার নিয়ে আড়ৎ ঘাটে আসেন। পরে আড়ৎদার আল-আমীনের কাছে এ মাছ ৪টি বিক্রি করেছেন বলে তিনি জানান। আড়ৎদার আল-আমীন বলেন, এই চারটি মাছ ১৩ হাজার টাকায় কিনেছেন। অন্যান্য মাছের সাথে এ মাছগুলো ঢাকার বাজারে পাঠাবেন। আশা করেছেন তিনি ভালো দাম পাবেন।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এটি গভীর সমুদ্রের মাছ। ইংরেজী নাম সেইল ফিস (Sail-Fish)। আর বৈজ্ঞানিক নাম হলো ইষ্টিওফোরাস প্লাটিপটেরাস (Istiophorus platypterus)। এ মাছের পাখনা থাকায় জেলে ও স্থানীয়দের কাছে পাখি মাছ বা গোল পাতা মাছ হিসেবে পরিচত। মাছগুলো খেতে বেশ সুস্বাদু। তবে দেশের বাইরে এ মাছের বেশ চাহিদা রয়েছে।

 

আপনার মতামত লিখুন :