আগৈলঝাড়ায় দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন

প্রকাশিত : ১০ আগস্ট ২০২২

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে: বরিশালের আগৈলঝাড়া উপজলোয় দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়।

বুধবার সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে ভবন উদ্বোধন পূর্ব অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, সূধী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। পরে অতিথিরা নবনির্মিত দু’টি বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, পিয়ারা ফারুক বক্তিয়ার, ফরহাদ তালুকদার, অনিমেষ মন্ডল, ইউনুস আলী মিয়া, বজলুর রহমান হাওলাদার, উপজেলা স্বে”চ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ শিকদার, ছাত্রলীগ সাধারণ সম্পদক জাকির পাইকসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন।

 

আপনার মতামত লিখুন :