মানিকগঞ্জে ৮টি নকল স্বর্ণের বারসহ আটক ৩

প্রকাশিত : ১১ আগস্ট ২০২২

মানিকগঞ্জে অভিযান চালিয়ে আটটি নকল স্বর্ণের বারসহ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে আটটি সোনার বার, তিনটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়। বুধবার রাত ৯টার দিকে র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মো. ফিরোজ মিঞা (৪৪), মো. আব্দুল লতিফ (৩১) ও মো. বকুল মিঞা (৫৪)।

র‌্যাব জানায়, আটককৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা নকল স্বর্ণের বার সংগ্রহ করে মানিকগঞ্জ, সাভার, ধামরাইসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলো। প্রলোভন দেখিয়ে স্বর্ণের বার বিনিময় ও বিক্রি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মিতরা এলাকার মিলন ফিলিং স্টেশনের পাশ থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :