মেঘনায় পানি বিপৎসীমার উপরে ফেরি চলাচল ব্যাহত

প্রকাশিত : ১১ আগস্ট ২০২২

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মেঘনায় পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় গত দুইদিন ধরে ভোলার ইলিশা-লক্ষ্মীপুর নৌরুটে ফেরিচলাচল ব্যাহত হচ্ছে। ইলিশা ফেরিঘাটে অতি জোয়ারে গত দুইদিন ধরে ফেরির পন্টুন ডুবে যাওয়ায় ফেরিতে যানবাহন উঠানামা করতে পারছে না। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে ট্রাকচালক ও যাত্রীদের।

এদিকে, লক্ষ্মীপুর ঘাট থেকে যানবাহন নিয়ে ছেড়ে আসা ফেরিগুলোর যানবাহন জোয়ারের পানির কারণে তীরে নামতে পারছে না। পরিবহণ সংশ্লিষ্টরা জানান, নদী উত্তাল থাকায় লক্ষ্মীপুর থেকে ইলিশা আসতে অতিরিক্ত তিন থেকে চার ঘণ্টা সময় লেগেছে। এতে গাড়িতে থাকা কাঁচামালসহ অন্যান্য মালামাল নষ্ট হচ্ছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলার ইলিশা ফেরিঘাটে পানি উঠে যাওয়ায় সাময়িকভাবে ফেরিচলাচল বন্ধ রাখা হয়েছে। পানি কমে গেলে ফেরিচলাচল শুরু হবে। ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে ৪টি ফেরি চলাচল করে।

আপনার মতামত লিখুন :