নিরাপত্তা ঝুঁকিতে আছেন প্রধানমন্ত্রী: ডিএমপি কমিশনার

প্রকাশিত : ১৪ আগস্ট ২০২২

জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রীর নিরাপত্তার ঝুঁকি প্রকট। তাই সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। এমনটা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। রবিবার দুপুরে জাতীয় শোক দিবসের কর্মসূচি নিয়ে ধানমণ্ডিতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় ডিএমপি কমিশনার বলেন, পৃথিবীতে এখন যারা প্রধানমন্ত্রী আছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে একাধিকবার হত্যা চেষ্টা করা হয়েছে। সবকিছু মিলেই আমরা মনে করি নিরাপত্তা ঝুঁকি বেশ প্রকট। সেদিকে দৃষ্টি রেখেই আমরা তার নিরাপত্তা ছক সাজিয়েছি।

তিনি আরও বলেন, এসব বিষয় মাথায় রেখে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তবে এবার জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলা বা নাশকতার তথ্য নেই বলে জানান তিনি।

মো. শফিকুল ইসলাম আরও বলেন, পুলিশের সবগুলো সংস্থাই এই বিষয়ে সতর্ক আছে। একই সাথে ৩২ নম্বরকে কেন্দ্র করেও বাড়তি নিরাপত্তার কথা জানান তিনি। জাতীয় শোকদিবসে যানবাহন চলাচলের নির্দেশনাও দেন ডি ম পি কমিশনার।

আপনার মতামত লিখুন :