সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তরুণকে বাঁচাতে মেসির কাছে পরিবারের চিঠি

প্রকাশিত : ১৫ আগস্ট ২০২২

লিওনেল মেসি। বর্তমান ফুটবল বিশ্বে অন্যতম বড় নাম। ক্লাব কিংবা আর্জেন্টিনা; একক নৈপুণ্যে অনেকবারই জিতিয়েছেন দলকে। ঝলক দেখিয়ে অনেকবারই দলকে রক্ষা করেছেন হারের মুখ থেকে। এবার সৌদি আরবে এক ছেলের মৃত্যুদণ্ড ঠেকাতে মেসির দিকে তাকিয়ে তার পরিবার। ২০ বছর বয়সী মৃত্যুদণ্ডপ্রাপ্ত তরুণকে বাঁচাতে মেসির কাছে চিঠি দিয়েছে তার পরিবার।

মূলত, সৌদি আরবের সাথে মেসির সুসম্পর্কের জেরেই তার প্রতি এমন আকুতি পরিবারটির। সৌদি আরবের পর্যটনবিভাগের শুভেচ্ছাদূত করা হয়েছে লিওনেল মেসিকে। শুধু ফুটবলার হিসাবে নয়, বিভিন্ন পৃষ্ঠপোষকতার জেরে সৌদি আরবের সাথে ভালো সম্পর্ক মেসির। তাইতো তার এই সম্পর্ককে কাজে লাগিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবককে বাঁচাতে চায় তার পরিবার।

২০১৭ সালে সৌদি সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার ফলে গ্রেফতার করা হয় মোহাম্মদ আল ফারাজ নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই তরুণকে। সেই সময় কিশোরটির বয়স ছিল ১৫।

সূত্র: দ্য টাইমস

আপনার মতামত লিখুন :