আমতলীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত : ১৫ আগস্ট ২০২২

আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের দু’গ্রæপের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কোরআন খতম, দোয়া মোনাজাত, গণভোজ, এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ।

সোমবার সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের বিবদমান দু’গ্রæপের উদ্যোগে আলাদা আলাদাভাবে নিজ নিজ দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, আমতলী থানা, স্বাস্থ্য বিভাগ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন ও পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উক্ত কর্মসুচিতে অংশগ্রহণ করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক সভায় ইউএনও একেএম আবদুল্লাহ বিন রশিদ সভাপতিত্ব করেন। ওই শোক সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, ওসি একেএম মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডঃ এমএ কাদের মিয়া, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, যুব উন্নয়ন অফিসার সৈয়দ ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়া উদ্দিন মিলন প্রমুখ।

সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডঃ এমএ কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ শামসুদ্দিন সানু, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম বাদল প্যাদা, ছাত্রলীগের সভাপতি মাহবুবুল ইসলাম মাহবুব, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজ এবং সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

অপরদিকে আওয়ামী লীগের অপর গ্রæপ উপজেলার পরিষদ কার্যালয় সংলগ্ন এসএস প্লাজার অস্থায়ী কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডঃ বাহাদুর শাহ্ সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক আলহাজ্ব এসএম শাহজাহান কবির। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব মোঃ নাজমুল আহসান নান্নু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, বশির তালুকদার, দপ্তর সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন ফকির, আ’লীগ নেতা আলতাফ হোসেন হাওলাদার, হুমায়ূন কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, সেচ্ছাসেবক লীগ সভাপতি সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিঠু মৃধা, যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ দেওয়ান, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মতিন খান, পৌর ছাত্রলীগের সভাপতি জুয়েল গাজী। উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডের আওয়ামী লীগসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এসএস প্লাজার অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে শোক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা- কর্মীরা অংশ নেয়। র্যালীটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে পুনঃরায় এসএস প্লাজার সামনে এসে শেষ হয়। পরে সেখানে গণভোজ অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :