জাতীয় শোক দিবসে নিউ ইয়র্কের ‘জ্যাকসন হাইটস এলাকাবাসীর’ খাবার বিতরণ

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২২

জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ ব্যানারে খাবার বিতরণ করেছে সেখানকার প্রবাসীরা। সোমবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে একাত্তরের ৭ মার্চ রেইসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সম্প্রচার করা হয়।

প্রবাসীরা ছাড়াও এতে অংশ নেন জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট পার্লামেন্টের অ্যাসেম্বলিম্যান জেসিকা গঞ্জালেজ, নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য শেখর কৃষ্ণান, নিউ ইয়র্ক সিটি মেয়রের এশিয়ান অ্যাডভাইজার ফাহাদ সোলায়মান ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সদস্য-সচিব আসেফ বারি টুটুল।

প্রবাসীরা জানান, এক যুগেরও বেশি সময় ধরে ১৫ অগাস্টে এমন কর্মসূচি পালিত হচ্ছে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসীর’ ব্যানারে। এবারের আয়োজনে নেতৃত্ব দেন ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সভাপতি সাকিল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমী, আহ্বায়ক মীর নিজামুল হক ও সদস্য-সচিব সোহেল গাজী।

আয়োজক কমিটির পক্ষে আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান মামুন মিয়াজি, চেয়ারপারসন বিপ্লব সাহা ও কো-চেয়ারপারসন সাখাওয়াত বিশ্বাস। পৃষ্ঠপোষকতায় ছিলেন জেবিবিএর সভাপতি হারুন ভূইয়া ও সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, মহসিন ননী, নুরুল আজিম, জেড আর চৌধুরী লিটু, আহসান হাবিব ও যুগ্ম সদস্য-সচিব হাজী এনাম।

আপনার মতামত লিখুন :