গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা আয়োজনে শ্রীগুরু সংঘ

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২২

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: “শ্রী গরু সংঘের আদর্শ পরোপকারব্রত পালন করা” এই লক্ষ্যে শ্রী গরু সেবা সংঘ গলাচিপা উপজেলা শাখার আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার শুভ উদ্বোধন ঘোষণা করেন পটুয়াখালী – ৩ আসনের সাংসদ সদস্য এস এম শাহজাদা।পটুয়াখালীর গলাচিপায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট,বরিশাল এর সহযোগিতায় ও শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা উপজেলা শাখার আয়োজনে রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা উপজেলা শাখার সভাপতি অসীম কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধ্রুব লাল বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহীন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কাজী আবদুল মমিন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা কাশী নাথ দত্ত,সহ সভাপতি মো.রেজাউল করিম, বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম,কাউখালী শ্রীগুরু সঙ্ঘের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কমল দত্ত,প্রচার সম্পাদক ভক্ত কর্মকার,গলাচিপা প্রেসক্লাব সভাপতি ও পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয় ও গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত।

এছাড়াও শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা উপজেলা শাখার নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,সুশীল সমাজ, সাংবাদিক,চক্ষু রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দূরদূরন্ত থেকে আসা এ কার্যক্রম অনুষ্ঠানে ২০০ রোগীর চিকিৎসাসেবা দেয়া হয়।

আপনার মতামত লিখুন :