চা শ্রমিকদের সাথে আজ আবারও বৈঠক

প্রকাশিত : ১৭ আগস্ট ২০২২

শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে চা শ্রমিকদের বৈঠকে কোনও সমঝোতা না হওয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চা শ্রমিকরা। তবে, বুধবার বিকেলে ঢাকায় আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে।

মালিকপক্ষ বলছে, মজুরি বৃদ্ধির দ্বিপক্ষীয় আলোচনা চলা অবস্থায় শ্রমিক আন্দোলন শ্রমিক আইন পরিপন্থী। তাদের আন্দোলনের কারণে চা উৎপাদন ব্যাহত হচ্ছে। এ বিষয়ে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সংকট সমাধানে মন্ত্রণালয়ে মালিক-শ্রমিকদের সাথে ত্রিপক্ষীয় বৈঠক হবে।

উল্লেখ্য, চা বাগানে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা শ্রমিকরা।

আপনার মতামত লিখুন :