প্রশাসনের আশ্বাসে হলে ফিরলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রকাশিত : ১৭ আগস্ট ২০২২

প্রশাসনের আশ্বাসে রাত দুইটায় বিক্ষোভ বন্ধ করে হলে ফিরেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হল থেকে রান্নার সরঞ্জাম সরানোর নির্দেশনা বাতিলসহ ১০দফা দাবিতে অপরাজিতা ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী এ বিক্ষোভ শুরু করেন। পরে অন্য হলের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন।

মঙ্গলবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের এক ছাত্রী বটি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ওই ঘটনার পর হলে ছাত্রীদের রান্নার সরঞ্জাম জব্দ এবং ইলেকট্রনিক সরঞ্জামসহ রাইস কুকার ও হিটার সরানোর নির্দেশ দেয়া হয়। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে ১০ দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা।

শিক্ষার্থীদের ১০ দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো, হলে রাইস কুকার ও রান্নার সরঞ্জামাদি ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হয়রানির প্রতিবাদকারী শিক্ষার্থীকে ব্যক্তিগত আক্রমণের জন্য প্রাধ্যক্ষর ক্ষমা চাওয়া। হলে প্রয়োজনে অভিভাবক ও নারী আত্মীয়দের থাকার অনুমতি।

আপনার মতামত লিখুন :