বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মিশেলকে জানাল বিএনপি

প্রকাশিত : ১৭ আগস্ট ২০২২

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি লঙ্ঘিত হচ্ছে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে জানিয়েছে বিএনপি। বুধবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বেশেলের সাথে বৈঠক করে। এরপর সাংবাদিকদের একথা জানায় বিএনপি।

বৈঠকে অংশ নেয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার চার দিন যাবৎ বাংলাদেশে আছেন। তিনি বিভিন্ন সংগঠনের সাথে বৈঠকে অংশ নিয়েছেন। আজ বিএনপির সাথে বৈঠকে অংশ নেন। দেশের সার্বিক বিষয় ও মানবাধিকার পরিস্থিতির খোঁজখবর নেন।

মিশেল বেশেলের সাথে সাক্ষাতে অংশ নেয়া বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমাদের (বিএনপি) প্রাথমিক তথ্যের উৎস হল গণমাধ্যম। দেশের গণমাধ্যমে বিভিন্ন সময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে নানা তথ্য উঠে এসেছে। তাতেই জাতীয় ও আন্তর্জাতিকভাবে এটাই প্রতিষ্ঠিত যে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।’

বিএনপির প্রতিনিধিদের সাথে বৈঠকে অংশ নেয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বেশেল। এর আগে, গত রবিবার বাংলাদেশে আসেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বেশেল। এরপর দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে সাক্ষাৎ করেন। আলোচনা করেন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে। সেদিনই কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন :