কুয়াকাটায় রেস্তোরাঁ মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত : ১৮ আগস্ট ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার খাবার হোটেল-রেস্তোরাঁ অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহার নিয়েছে মালিকরা। এর ফলে স্বস্তি ফিরে এসেছে আগত পর্যটকদের মাঝে। বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় ঘন্টা ব্যাপী বৈঠক শেষে ধর্মঘটের প্রত্যারে সিদ্ধান্ত নেয় হয়েছে বলে হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মো. সেলিম মুন্সি জানিয়েছন।

পটুয়াখালী জেলা প্রশাসক আমাদের দাবিগুলো শুনে আশ্বাস দিয়েছেন। কোন হোটেল যাতে আগত পর্যটকদের মাঝে পঁচা বাসি খাবার সরবরাহ না করে এবং অতিরিক্ত মূল্য না রাখে এ বিষয়টি সংগঠনকে দেখার নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসকের সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে আমাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি বলে তিনি সাংবাদিকদের জানান।

উল্লেখ্য কুয়াকাটার খাবার হোটেল রেস্টুরেন্টে ঘণ ঘণ মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড আদায় করার প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। আকস্মিক ধর্মঘট ডাক দেয়ায় ভোগান্তিতে পড়েন কুয়াকাটা আগত শত শত পর্যটক। ধর্মঘট প্রত্যাহারের খবরে পর্যটকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আপনার মতামত লিখুন :